দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য বাঁচা-মরার। হারলে সিরিজ হাতছাড়া হবে। এমন সমীকরণ নিয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘উইকেট গত ম্যাচের মতোই আছে। ব্যাটিংয়ের জন্য ভালো। বড় সংগ্রহ করতে পারলে আমাদের জন্য সহজ হবে। মাঝের ওভারগুলোতে আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে। দলে ভালো বোলার আছে। বড় সংগ্রহ এনে দিতে পারলে, তারা লড়াই করতে পারবে।’
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা আগের ম্যাচে রান তাড়ায় ভালো করেছি। ম্যাচ জিতেছি। আজও লক্ষ্য থাকবে বাংলাদেশকে সীমিত সংগ্রহে আটকানো। আমাদের বোলাররা বেশ দারুণ করছেন। তাদের ওপর ভরসা আছে।’