কে হবেন ফিফার বর্ষসেরা? জানা যাবে আজ রাতে
ফিফা বর্ষসেরার পুরস্কার—ফিফা দ্য বেস্ট দেওয়ার কথা ছিল আরও পরে। তবে, হঠাৎ দিনক্ষণ এগিয়ে আনে ফিফা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতেই দেওয়া হবে বর্ষসেরার পুরস্কার। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার অ্যাকাডেমিতে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি।
ব্যালন ডি’অরের মতো এখানেই সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র। ইতোমধ্যে ব্যালন ডি’অর পেয়েছেন রদ্রি। যদিও, বিতর্ক কম হয়নি সেটি নিয়ে। এখন দেখা পালা, ফিফা দ্য বেস্টের গালা নাইটে শেষ হাসি হাসে কে?
অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পাশাপাশি দেওয়া হবে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারও। এছাড়া নির্বাচন করা হবে সেরা পুরুষ কোচ, সেরা নারী কোচ, সেরা পুরুষ গোলরক্ষক, নারী গোলরক্ষক, পুসকাস অ্যাওয়ার্ড, মার্তা অ্যাওয়ার্ড , ফ্যান অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ও ফিফা বর্ষসেরা একাদশ।
বর্ষসেরা হওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ফিফা দ্য বেস্টের নবম আসর এটি। অনুষ্ঠানটি সরাসরি লাইভ স্ট্রিমিং করবে ফিফা প্লাস।