ব্যালন ডি’অরের দুঃখ ভুলে ফিফার বর্ষসেরা ভিনি
‘যদি নিশ্চয়তা দাও, আমি থাকব না অপেক্ষায়। শুধু জানব, তুমি আমারই হবে একদিন’—ব্যালন ডি’অরের গালা নাইটে ভিনিসিয়াস জুনিয়র আনমনে এভাবে ভেবেছিলেন কি না কে জানে! তবে,তিনি ঠিকই জানতেন, প্রতিভা চাইলেই দমিয়ে রাখা যায় না। বিতর্কিত ব্যালন ডি’অরে এত কাছে তবু কত দূরের দুঃখ ভুলেছেন ভিনি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই সুপারস্টার এখন বছরের সবচেয়ে সেরা খেলোয়াড়। ফিফা দ্য বেস্টের পুরস্কার হাতে পেয়ে তিনি বলে উঠতেই পারেন, আর কতবার আমাকে তোমরা এড়িয়ে যাবে?
হঠাৎ নেওয়া সিদ্ধান্তে ফিফা বর্ষসেরার পুরস্কারের দিনক্ষণ এগিয়ে আনা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে ঘোষণা করা হয় ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার অ্যাকাডেমিতে সবার চোখ ছিল এই সম্মাননার ওপর। উয়েফার পর ফিফাও কি রদ্রিকেই বেছে নেবে না ভিনির দুঃখ ঘুচবে? উত্তর মিলতে বেশি সময় লাগেনি। প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের তকমা এখন ভিনির গায়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের পর রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে দ্য বেস্টের পুরস্কার পেলেন ভিনি। নারীদের মধ্যে বর্ষসেরা ফুটবলার স্পেনের আইতানা বনমাতি।
বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। অন্যান্য ক্যাটাগরিগুলোতে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন তারকা এমি মার্টিনেজ। বর্ষসেরা নারী কোচ ইংলিশ কোচ এমা হেইস।
বর্ষসেরা নারী গোলকিপার যুক্তরাষ্ট্র জাতীয় দলের অ্যালিসা নায়েহার। বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস এওয়ার্ড জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।
ছেলেদের পুসকাস এওয়ার্ডের মতো মেয়েদেরটার নামকরণ করা হয়েছে মার্তা এওয়ার্ড। যার নামে চালু হয়েছে এই এওয়ার্ড প্রথমবার পেলেন তিনিই। ব্রাজিলের কিংবদন্তি নারী ফুটবলার মার্তা জিতেছেন নিজের নামে হওয়া এই পুরস্কার।