সিলেটে বিপিএল মিউজিক ফেস্ট বুধবার, যা জানা জরুরি
আসন্ন বিপিএলে দর্শক আগ্রহ বাড়াতে কমতি রাখছে না বিসিবি। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে অন্য দুই ভেন্যুতেও ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় এবার ঢাকার পর সিলেট ও চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট।
আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে অনুষ্ঠিত হবে এই মিউজিক ফেস্ট। ঢাকার মিউজিক ফেস্টে রাহাত ফতেহ আলী ছাড়াও মঞ্চ মাতিয়েছেন রাফা ও মাইলসের মতো জনপ্রিয় ব্যান্ড। সিলেটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
কারা পারফর্ম করবেন
ঢাকার পর সিলে্টেও বিপিএলের থিম সং পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। প্রধান আকর্ষণ হিসেবে থাকবে বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি বনে যাওয়া নগরবাউল খ্যাত জেমস। তার পাশাপাশি মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। থাকবে আতশবাজি ও লেজার শো।
টিকিটমূল্য
সিলেটে এই কনসার্ট দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট। দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
এখন কনসার্ট অনুষ্ঠিত হলেও মাঠের লড়াই শুরু হবে ৩০ ডিসেম্বর। এরপর ৩ জানুয়ারি পর্যন্ত ঢাকায় প্রথম পর্বে মোট ৮ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। সিলেটে ছয় দিনে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি সিলেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি হবে শেষ ম্যাচ। এরপর বিপিএলের গন্তব্য চট্টগ্রাম।
চট্টগ্রামেও ছয় দিনে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ঢাকায় হবে বিপিএলের শিরোপা নির্ধারণী পর্ব। গ্রুপ পর্বের পাঁচদিনে আরও ১০ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর এলিমিনেটর, দুটি কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।