জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে কল্যাণপুরে ফুটবল টুর্নামেন্ট
অনুশীলন সংসদ, কল্যাণপুরের উদ্যোগে আয়োজিত হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৪। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কল্যাণপুর শহীদ মিনার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন অনুশীলন সংসদের সভাপতি মো. শামীম পারভেজ।
এসময় আমিনুল হক বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে অনুশীলন সংসদ ক্লাবের পক্ষ হতে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। জুলাইয়ে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, তাতে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই নতুন বাংলাদেশে আমরা আশা করি, আমার ভাইয়েরা যে রক্ত দিয়েছে তা যেন বৃথা না যায়।’
আমিনুল আরও যোগ করেন, ‘এদেশের যুব সমাজকে গত ১৭ বছরে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই খেলাধুলা হোক এমন একটি মাধ্যম, যে মাধ্যমে এদেশের যুবসমাজ মাদক থেকে দূরে সরে আসবে। কোনো অনৈতিক কার্যক্রমে জড়াবে না। আমরা চাই ভবিষ্যতে প্রত্যেকটি স্কুল-কলেজে খেলাধুলা বাধ্যতামূলক করতে। এবং এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। এভাবেই আমরা একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ তৈরি করতে চাই।’