রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ঢাকা
বিপিএলে আরও একবার নতুন নামে হাজির ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এবার দলের নাম ঢাকা ক্যাপিটালস। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (৩০ ডিসেম্বর) মাঠে নেমেছে দলটি। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রংপুরের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে ঢাকা।
ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা বলেন, ‘ঢাকা ক্যাপিটালের অধিনায়ক হওয়াটা সম্মানের। দায়িত্ব বেড়েছে। উইকেটটা দেখে বেশ ভালো মনে হচ্ছে। শুরুতে বোলাররা সুবিধা পাবে বলে আশা করি। রান তাড়ায় যা আমাদের সাহায্য করবে।’
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আগে ব্যাটিং বা বোলিং মনে হয় না খুব একটা ম্যাটার করে। আমরা ভালো খেলায় মনোযোগ দিতে চাই। মাঠের খেলায় যারা ভালো করবে, তাদেরই সুযোগ থাকবে।’
চলতি ডিসেম্বরে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। যা দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই হিসেবে, নবাগত ঢাকার জন্য ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং।