চিটাগংকে হেসেখেলে হারিয়ে খুলনার শুভসূচনা
বিপিএলের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাঠে নামে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। আসরে দুদলেরই এটি প্রথম ম্যাচ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অনায়াস জয় তুলে নেয় খুলনা। চিটাগংকে তারা হারিয়েছে ৩৭ রানে।
টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০৩ রান করে খুলনা। জবাবে ১৮.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় চিটাগং।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় চিটাগং। তবে, ওশান থমাসের প্রথম বলটি নো হওয়ায় ক্যাচ দিয়েও বেঁচে যান নাঈম ইসলাম। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ১২ রান করা নাঈম। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ১৩ রান করে পরিণত হন আবু হায়দার রনির শিকারে।
একদিকে আসা যাওয়ার মিছিলে ছিল চিটাগংয়ের ব্যাটাররা। অন্যপ্রান্তে একা লড়ে যান শামীম হোসেন পাটওয়ারী। খুলনার বোলারদের নাস্তানাবুদ করে চার ছক্কার ফুলঝরি ছোটান। রনির বলে আউট হওয়ার আগে ৩৮ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৭৮ রান করেন তিনি। শামীম বিদায় নিলে শেষ হয় চিটাগংয়ের জয়ের আশা। বাকিরা কেউই দাঁড়াতে পারেননি। ফলে ২০ ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় দলটি।
খুলনার পক্ষে চার উইকেট শিকার করেন আবু হায়দার রনি।দুই উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ।