সিলেটকে মাঝারি লক্ষ্য দিল রংপুর
জয় দিয়ে আসর শুরু করেছে রংপুর রাইডার্স। টানা দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে দলটি। বিপিএলে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রংপুরের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। সিলেটের এটি প্রথম ম্যাচে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয়ে রংপুর। গড়তে পারেনি খুব বড় সংগ্রহ। ২০ ওভারে ছয় উইকেটে ১৫৫ রান তোলে তারা।
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি রংপুরের। ২৮ রান তুলতেই হারায় তিন উইকেট। ব্যর্থ হন দুই ওপেনার স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলস। ১৫ বলে ১২ রান করে আল-আমিনের বলে জাকের আলীর ক্যাচে পরিণত হন টেইলর। অধিনায়ক আরিফুল হকের ক্যাচ বানিয়ে সাত বলে ছয় রান করা হেলসকে ফেরান তানজিম সাকিব।
ওয়ানডাউনে সুবিধা করতে পারেননি সাইফ হাসান। চার রান করে আল-আমিনের বলে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। দুজন মিলে স্কোরবোর্ডে জমা করেন ৪১ রান। ১৬ বলে ২১ রান করা খুশদিলকে সাজঘরে পাঠান সামিউল্লাহ শিনওয়ারি। এরপর দলের হাল ধরার দায়িত্ব নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
২৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪১ রানের ঝলমলে ইনিংস খেলেন সোহান। তাকে বিদায় করেন রিচি টপলি। একপ্রান্তে অপরাজিত থাকেন ইফতিখার। তার ৪২ বলে ৪৭ রান দলের সংগ্রহ দেড়শ ছাড়াতে সাহায্য করে।
সিলেটের পক্ষে সাকিব ও আল-আমিন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান টপলি ও সামিউল্লাহ।