জয়সওয়ালদের মিথ্যাবাদী বললেন ভারতের সাবেক ক্রিকেটার
মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দেওয়া সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনা যেন থামছেই না। এই ঘটনার পর দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না। জয়সওয়ালদের মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন তিনি।
বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল, এমন দাবি ভারতীয় সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারসহ আরও কিছু ক্রিকেট সংশ্লিষ্টদের। অস্ট্রেলিয়ার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের সাবেক ক্রিকেটার সুরিন্দর খান্না গাভাস্কারদের দাবির সঙ্গে একমত নন। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে সাক্ষাৎকারে খান্না বলেন, ‘ওরা কেমন ধরনের ব্যাটিং করছে? আইপিএল আসুক, দেখবেন ফর্ম ফিরে পাবেন তারা। অতি আক্রমণাত্মক ব্যাটিং না করে ইতিবাচক খেলা উচিত। নতুন বছরে ভারত দলের ভাগ্য পাল্টাবে বলে আশা করছি।’
সুরিন্দর আরও যোগ করেন, ‘বিতর্ক তৈরির মতো কিছু ছিল না। চারটা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। বল গ্লাভসে লেগেছে আর তাতেই গতি কমে উইকেটের পিছনে ক্যারির হাতে চলে গেছে। আপনাকে সৎ হতে হবে, তারপরই জিতবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে থাকেন কীভাবে? ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি।’
উল্লেখ্য, ১৯৭৯ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলেন সুরিন্দর খান্না। মেলবোর্ন টেস্টে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সমতায় ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিতদের।