ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে খুলনা
বিপিএলে আজ শুক্রবার (৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। আগে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দলটি।
খুলনার দুই ওপেনারের ব্যাটে বড় সংগ্রহের আভাস থাকলেও বেশিদূর যেতে পারেননি নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্তো। নাঈম ১৭ বলে ৩০ এবং বোসিস্তো করেন ২৮ বলে ২৬ রান। ওয়ানডাউনে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে আসে মাত্র এক রান। ভালো করতে পারেননি ইব্রাহিম জাদরানও। পাঁচ রান করে বিদায় নেন তিনি। খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজও করতে পারেননি আট রানের বেশি।
মিডল অর্ডারের ব্যাটাররা টেনে নেন খুলনাকে। মাহিদুল ইসলাম অঙ্কেনের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ২২ বলে ৩২ রান। এছাড়া, ১৫ বলে ২২ করেন জিয়াউর রহমান। শেষ দিকে আবু হায়দার রনির আট বলে অপরাজিত ২১ রানের ক্যামিওতে খুলনা পার করে ১৭০ রানের ঘর।
ঢাকার পক্ষে চতুরাঙা ডি সিলভা নেন দুই উইকেট। একটি করে উইকেট পান আবু জায়েদ. মুস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা।