অভিজ্ঞদের নিয়ে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির দল
শিরোপা জিততে না পারলেও আইসিসি ইভেন্টে দারুণ অবস্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করে দক্ষিণ আফ্রিকা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকা এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দল গড়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব সামলাবেন টেম্বা বাভুমা। এই স্কোয়াডের ১০ সদস্য গত ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলেন। তারা হলেন- বাভুমা, কেশব মহারাজ, মার্কো ইয়ানসেন, হেইরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি ও ফন ডার ডুসেন।
প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন উইয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন। ব্যাটিং লাইনআপে মার্করাম, মিলার, ডুসেন, ক্লাসেন, ট্রিস্টান স্টাবসের মতো মারকুটে ব্যাটাররাও থাকছেন। টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দলটির জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর পেসার আনরিখ নরকিয়ার ফেরা। প্রায় ১৬ মাস পর দলে ফিরছেন তিনি। ছিলেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।
৮ দল নিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে বসা প্রতিযোগিতার এবারের আসরের স্বাগতিক পাকিস্তান হলেও তাদের পাশাপাশি কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের পর্দা নামবে ৯ মার্চ।
দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও ফন ডার ডুসেন।