স্বপ্নপূরণের পথে জেসি, দায়িত্ব পেলেন বিশ্বকাপে
বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে চাই—এভাবেই নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী আম্পয়ার সাথিরা জাকির জেসি। অবশেষে জেসির সেই স্বপ্নপূরণের অপেক্ষা। আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
গতকাল সোমবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করে আইসিসি। যে তালিকায় আছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি। অবশ্য জেসির স্বপ্ন আরও আগেই পূরণ হতো। তবে, গেল বছর ঘরের মাঠে নারী বিশ্বকাপের আসর বাতিল হওয়ায় তার সেই স্বপ্ন অধরা থেকে যায়।
আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য আজ জেসি এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের মেয়েদের এশিয়া কাপেও ছিলেন তিনি। সেই টুর্নামেন্টের ফাইনালেও দায়িত্ব পালন করেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। গত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন সাথিরা। আম্পায়ার হিসেবে বড় মঞ্চে ভালো করার প্রস্তুতি বাংলাদেশে ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।
আসন্ন মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপে মোট ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। ১৬ জন আম্পায়ার, যেখানে একমাত্র বাংলাদশি. বাকি চারজন ম্যাচ রেফারি। তালিকায় আছেন কাতারের শিবানী মিশ্রও, যিনি ২০১৯ সালে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।