বিপিএল : দুই রাউন্ড শেষে দেশি ক্রিকেটারদের জয়জয়কার
ঢাকা-সিলেট ঘুরে বিপিএল উৎসব এখন বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকায় ১৬ জানুয়ারিতে থেকে শুরু হবে এবারের আসরের তৃতীয় রাউন্ড। তার আগে প্রথম দুই রাউন্ড শেষে ব্যাটে-বলে সেরা পাঁচে আধিপত্য বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাটিংয়ে রান সংগ্রাহকে যেমন এগিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা, বোলিংয়েও দেখা যাচ্ছে একই চিত্র।
এবারের বিপিএলের শুরু থেকেই প্রচুর রান হচ্ছে। মিরপুর শেরেবাংলার প্রচলিত রানের খরা এবার আর দেখা যায়নি। সিলেটের ভেন্যু তো বরাবরই ব্যাটিংবান্ধব। তাই বিপিএলে ব্যাটাররা করেছেন রানের উৎসব। মোট দুই পর্ব মিলিয়ে ২০ ম্যাচ শেষে ব্যাটিংয়ে রানের হিসেবে সবার ওপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। ৬ ম্যাচে ৬ বার ব্যাট করে জাকিরের রান ২৫১। গড় ৫০.২০ যার মধ্যে আছে তিনটি হাফসেঞ্চুরি।
তালিকায় দ্বিতীয় নামটি বিদেশি ক্রিকেটারের। তিনি হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানি তারকা উসমান খান। এক সেঞ্চুরিতে ৪ ম্যাচে তিনি করেছেন ২৪৯ রান। ২৪৬ রান নিয়ে তালিকায় তিনে আছেন ঢাকার ওপেনার তানজিদ তামিম। সাত ম্যাচে এক সেঞ্চুরিতে যা করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ঢাকার আরেক ওপেনার লিটন দাস। যার সংগ্রহ ২৪০ রান। তালিকায় ২২৮ রান নিয়ে পাঁচ নম্বরে আছেন রংপুরের ব্যাটার সাইফ হাসান।
বোলিংয়ে সেরা পাঁচের চারজনই বাংলাদেশের। এর মধ্যে উইকেট শিকারে শীর্ষ তিনজনই পেসার। ছয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে সবার ওপরে আছেন রাজশাহীর বোলার তাসকিন আহমেদ। এক ম্যাচে রেকর্ড সাত উইকেটও নেন ডানহাতি এই পেসার।
তাসকিনের পর ১১ উইকেট নিয়ে দুইয়ে আছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি। সমান ১১টি নিয়ে তিনে আছেন সিলেটের তানজিম হাসান সাকিব। চারে আছেন বিদেশি তারকা খুশদিল শাহ। রংপুরের এই তারকা এখন পর্যন্ত নিয়েছেন নয়টি উইকেট। একই দলের মেহেদি হাসানও নিয়েছেন ৯টি উইকেট।