খারাপ খেললে বাদ পড়তে হবে, লিটনকে নিয়ে তামিম
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই লিটন দাস—এ খবর এখন সবারই জানা। বাদ পড়ার দিনই সেঞ্চুরি হাঁকিয়ে যেন অন্য বার্তা দিলেন ডানহাতি ব্যাটার। তারপর থেকে অনেকেই লিটনের মতো ব্যাটারকে বাদ দেওয়ার ইস্যুতে প্রশ্ন তুলেছেন!
কিন্তু সতীর্থরা মেনে নিয়েছেন এই চিরন্তন সত্য। ক্রিকেটারদের খারাপ খেললে বাদ পড়তে হবে মেনেই খেলতে বলে জানান, ঢাকা ক্যাপিটালসে খেলা লিটনের সতীর্থ তানজিদ তামিম। তরুণ এই ব্যাটার নিজেও লিটনের জন্য আফসোস করে জানালেন—লিটন না থাকায় মন খারাপ হয়েছে তারও।
আজ বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে লিটনকে নিয়ে তামিম বলেছেন, 'দেখুন ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।'
তরুণ এই ব্যাটার আরও যোগ করেন, ‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো।’