দাবি মানেনি বিসিবি, লিগ বয়কটের ঘোষণা ক্লাবগুলোর
তিন দিনের আল্টিমেটামেও সমাধান না হওয়ায় লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেন সিসিডিএম এর আওতাধীন ক্লাবগুলো।
পরিচালক ও কাউন্সিলর সংখ্যা বাড়িয়ে তিনদিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবিত গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে, এমন দাবি ছিল তাদের। পূর্বঘোষণা অনুযায়ী বিসিবি প্রেসিডেন্টকে স্মারকলিপি দিয়ে সবধরণের খেলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। এসময় গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগসহ বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটি বাতিলের দাবি জানিয়েছে তারা।
গেল ৫ আগস্টের পর পরিবর্তন আসে বিসিবির শীর্ষ পদে। সভাপতি পদে ফারুক আহমেদ আসার পর জাতীয় ক্রীড়া পরিষদের চাওয়া অনুযায়ী বিসিবির গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এজন্য পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে আহ্ববায়ক করে একটি গঠনতন্ত্র সংশোধন কমিটিও গঠন করা হয়।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের আওতাধীন ক্লাব সংগঠকদের দাবি, বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি বোর্ডে ঢাকাভিত্তিক ক্লাবের কর্তৃত্ব কমাচ্ছে। যেটি মানতে নারাজ ক্লাব কর্তারা।
বয়কটের ঘোষণা দিয়ে ক্রীড়া সংগঠক লুতফর রহমান বাদল বলেন, ‘এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলবো না। খেলা থেকে বিরত থাকবো। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবো না।’
এর আগে গত মঙ্গলবার সিসিডিএম আওতাধীন ক্লাব সংগঠকদের মতমিনিময় সভায় সংগঠকরা জানান, আগে ঢাকা থেকে বিসিবিতে ১২ জন পরিচালক নির্বাচিত হতো। বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটির খসড়া অনুযায়ী, রাজধানীর ক্লাবগুলো থেকে বিসিবিতে পরিচালক পদে আসতে পারবেন চারজন। এ প্রস্তাবনা কিছুতেই মেনে নিতে পারছেন না ক্লাব সংশ্লিষ্টরা।
এদিকে, আন্দোলনের জেরে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা ছিল লিগটির। আজ হওয়ার কথা ছিল ট্রফি উন্মোচন। এটিসহ বাকি লিগগুলোর ভবিষ্যতও অন্ধকারে। এই লিগের পরই মাঠে গড়ানোর কথা ঢাকা প্রিমিয়ার লিগ। সমাধান না হলে প্রিমিয়ার লিগও বন্ধ থাকবে।