শুরু হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব- ১৭ পর্যায়ে বালক ও বালিকা বিভাগে শুরু হলো ঢাকা জেলার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলের মাঠে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে টুর্নামেন্টের আনুষ্ঠনিক উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও যুগ্মসচিব মো. মোস্তফা জামান। উপস্থিত ছিলেন ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক সহকারি পরিচালক (প্রশাসন) তারিকুজ্জামান নান্নু, ঢাকা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রসহ অন্যরা।
বালক বিভাগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাভার উপজেলা ও ধামরাই উপজেলা। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ উপহার দেয় উভয় দল। শুরুতেই গোল করে লিড নেয় সাভার উপজেলা। কিন্তু বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। সমতায় ফেরে ধামরাই। প্রথমার্ধে আবারও লিড নেয় সাভার। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও সমতায় ফেরে ধামরাই। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানের জয়ে আনন্দে মাতে ধামরাই উপজেলা।
দেশের তারুণ্যের শক্তিকে উজ্জ্বীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০শে ডিসেম্বর ২০২৪ হতে ১৯শে ফেব্রুয়ারি ২০২৫ মেয়াদে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। তারই অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে ও ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা ক্রীড়া অফিসের সহযোগিতায় শুরু হলো ঢাকা জেলার প্রতিযোগিতা। এভাবে করে দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।
জেলা পর্যায়ের সেরাদের নিয়ে অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে অনুষ্ঠিত হবে ট্রেনিং ক্যাম্প। তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে বলে জানান ঢাকা জেলার ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র। ঢাকা জেলার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।