বর্ষসেরা ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটনের সেঞ্চুরি
গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন লিটন কুমার দাস। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে লিটন খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস। তার সেঞ্চুরির মাহাত্ম্যটা অন্য জায়গায়। সেই ইনিংসে লিটনের সেঞ্চুরির আগে বাংলাদেশ হারিয়েছিল ২৬ রানে ৬ উইকেট। সেখান থেকে ম্যাচ জেতানোর কারিগর ছিলেন লিটন।
এবার লিটনের ইনিংসটি জায়গা পেল ইএসপিএনক্রিকইনফোর ২০২৪ সালের বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে। সেখানে মনোনয়ন পেয়েছেন লিটন। লিটনের ইনিংসটি রাখা হয়েছে তালিকার তিন নম্বরে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) তালিকাটি প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
বর্ষসেরা টেস্ট ইনিংস হওয়ার দৌড়ে এগিয়ে আছে ভারতের বিপক্ষে ইংলিশ তারকা অলি পোপের করা ১৯৬ রানের ইনিংস। হায়দরাবাদের ভারতীয় বোলারদের তাদের ঘরের মাঠেই নাকানিচুবানি খাইয়েছিলেন পোপ। মনোনয়ন তালিকায় পোপের পর আছেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জাইসওয়াল।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে খেলা ২০৯ রানের ইনিংসটিকে ইএসপিএনক্রিকইনফো রেখেছে দুই নম্বরে। লিটন, পোপ, জাইসওয়াল ছাড়া সেরা পাঁচে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন, হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটার ব্রুক ৩১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে। আর হেড ১৪০ রান করেন ভারতের বিপক্ষে।