সিলেটকে উড়িয়ে প্লে-অফে তামিমের বরিশাল
প্রথম আট ম্যাচে জিতে আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছিল রংপুর রাইডার্সের। অপেক্ষা ছিল বাকি তিন দলের। তাদের একটি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সিলেটকে উড়িয়ে তিন ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করেছে তামিমের দল।
আজ রোববার (২৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে ১১৬ রানে থামে সিলেট। জবাবে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। আর মুশফিক অপরাজিত থাকেন ৪২ রানে।
১১৭ রান তাড়ায় নেমে ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি বরিশালের দুই ব্যাটার তাওহিদ হৃদয় ও তামিম ইকবাল। দলীয় ২২ রানের মাথায় ফেরেন হৃদয়। ৭ বলে ৬ রান আসে তার ব্যাট থেকে। এরপর ডেভিড মালানের সঙ্গে জুটি গড়লেও সেটি খুব বড় হয়নি। দলীয় ৩৯ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর মুশফিকুর রহিমকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। এই দুইজন গড়েন অপরাজিত ৭৮ রানের জুটি। সিলেটের হয়ে বল হাতে একটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও সুমন খান। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো বরিশালের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেননি ওপেনার জর্জ মুনশি। ৭ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর আরেক ব্যাটার জাকির হাসানও পারেননি রানের চাকা সচল রাখতে। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই ব্যাটার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৬ রানে থামে সিলেট। বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট নেন ফাহিম আশরাফ।