নাটকীয়তার পর মাঠে ফিরেছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা
পারিশ্রমিক জটিলতায় এবারের বিপিএলে বেশ সমালোচনা হচ্ছে রাজশাহী কিংসকে নিয়ে। চট্টগ্রামে অনুশীলনের পর মিরপুরে রংপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের জন্য সুখবর সিলেটের বিপক্ষে ম্যাচে মাঠে নামছেন বিদেশিরা। তবে, ঠিক কজন ক্রিকেটার মাঠে নামবেন সেটা এখনও নিশ্চিত নয়।
সিলেটের বিপক্ষে ম্যাচ খেলতে ইতোমধ্যেই স্টেডিয়ামে পৌঁছেছে রাজশাহীর টিম বাস। যেখানে বিদেশি ক্রিকেটাররাও আছেন। মোহাম্মদ হারিস ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির বাকি বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গেই আছেন। উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের খেলায়। রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেছে দুর্বার রাজশাহী।
জানা গেছে, ঢাকা পর্বে খেলতে নামার আগ পর্যন্ত বিদেশিদের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দেশিদের দেয়া হয়েছিল ২৫ শতাংশ। রোববার প্রতিবাদের পর সোমবারের তারিখ দিয়ে আরও ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দেশিদের কাছে হস্তান্তর করেন ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমান।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে থাকা এক ব্যাংক শাখায় যান রাজশাহীর কয়েকজন ক্রিকেটার। সেখানে চেক জমা দিয়ে জানতে পারেন আজও টাকা পাচ্ছেন না তারা। চেক বাউন্স না হলে মঙ্গলবার বুঝে পাবেন টাকা। আর বাউন্স হলে সেটাও একইদিনে জানতে পারবেন না ক্রিকেটাররা।
এই্ ইস্যুতে সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন বলেছিলেন, ‘হোটেল বদল করার পর (মাঠে) যাওয়ার ২ ঘণ্টা আগে শুনি, বিদেশি ক্রিকেটার কেউ যাবে না। তখন আমাদের বোর্ড থেকে আমাদের ফোন দিয়ে বলল যে, ‘অন্তত তোমরা আসো, খেলো।’ বিদেশি ক্রিকেটারদেরও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে। তাদেরকে বলেছে যে, ‘পেমেন্ট কোনো ইস্যু নয়, পেমেন্ট হয়ে যাবে। তবু তারা আসেনি।’
তাসকিন আরও যোগ করেন, ‘ সত্যি বলতে, শুধু আমি নই, যখন দলে এরকম হয়, কেউই ভালো অনুভব করে না। কারণ, দিনশেষে বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং এখানে আমাদের সবারই একটা প্রত্যাশা থাকে যে, শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলব। কারণ, যে পরিমাণ দর্শক হচ্ছে, সব মিলিয়ে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দলের নানারকম সমস্যা হয়েছে।’