একাউন্টে টাকা ঢুকেছে তবুও কেন নেই হারিস?
এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজিটির নাম দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের পেমেন্ট আটকে রাখা, চেক বাউন্স, হোটেলে হেনস্থার শিকার হওয়া সবই ঘটেছে তাদের দলে। এমনকি সব বাইলজ উল্টে দিয়ে প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটারদের ছাড়াই মাঠে খেলতে নেমে যায় রাজশাহী।
২৪ ঘণ্টা আগে রংপুরের বিপক্ষে বিশেষ অনুমতি নিয়ে বিদেশি ক্রিকেটারদের ছাড়া মাঠে নামে রাজশাহী। আজ সোমবারও টানা খেলতে নামছে তারা। প্রশ্ন ছিল, আজ দেখা যাবে তো বিদেশিদের?
সেই প্রশ্নের উত্তর মিলল প্রথম ম্যাচ শেষে। পেমেন্ট জটিলতা মিটিয়ে আজ বিদেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে ফিরেছে রাজশাহী। এক ঘণ্টা পর তারা মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের।
ম্যাচের আগে দেশিদের সঙ্গে দেখা যায় বিদেশিদের। তবে, বিদেশিদের মধ্যে আসেননি ব্যাটার মোহাম্মদ হারিস। দলের মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজের কাছে পেমেন্ট ইস্যুতে জানতে চাইলে তিনি বলছেন, 'পেমেন্ট জটিলতা কেটে গেছে। তাদের একাউন্টে টাকা চলে গেছে। বিদেশি ক্রিকেটাররা এসেছেন। শুধু হারিস আসেননি। তার না আসার কারণ পেমেন্ট ঘটিত নয় তিনি পারিবারিক ইস্যুতে আজ আসতে পারেননি।'
এদিকে গতকাল বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে রংপুরের বিপক্ষে ম্যাচের জন্য সব দেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামার বিশেষ অনুমতি চেয়েছিল রাজশাহী। যেহেতু এদিন তাদের কোনো বিদেশি ক্রিকেটার মাঠে আসেনি। তাই বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি। সেই ম্যাচে বিদেশিদের ছাড়াই টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়েছে দুর্বার রাজশাহী।