লেস্টার ছেড়ে শেফিল্ডে বাংলাদেশের হামজা
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে এখনও বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরির চুক্তির মেয়াদ আড়াই বছর বাকি। মেয়াদ থাকলেও দলটির হয়ে সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না ২৭ বছর বয়সী এই তারকা। তাই ধারে ইপিএলের আরেক ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা।
ছুরি-কাঁচি তৈরির শহর নামে পরিচিত শেফিল্ড। তাই শহরটির ক্লাব শেফিল্ড ইউনাইটেড ‘দ্য ব্লেডস’ নামে পরিচিত। হামজাকেও তাই সামাজিক মাধ্যমে দলটি পরিচয় করিয়ে দিয়েছে ‘বাংলাদেশি ব্লেড’ নামে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শেফিল্ড ইউনাইটেড।
শেফিল্ডের আগে বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন হামজা। তবে শেফিল্ডে স্থায়ী হওয়ার শর্তও রয়েছে বাংলাদেশি এই ডিফেন্ডারের। ২০১৫ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর লেস্টার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৯১টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হামজা। মূলত ম্যাচ খেলার সুযোগ পেতেই তার এমন দলবদল। চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে খেলবেন হামজা। সেই চুক্তি পরবর্তীতে স্থায়ী করার সুযোগও থাকবে।
শেফিল্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল এবং এখন আমি অবদান রাখতে প্রস্তুত। আমি দলের লিগ অবস্থান সম্পর্কে জানি এবং তাদের আরও বড় সাফল্য অর্জনে সহায়তা করতে চাই।’