সান্তোসে কত বেতন পাবেন নেইমার?

নেইমারের প্রত্যাবর্তনকে উৎসবে পরিণত করেছে সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি আয়োজনে কোনো কমতি রাখেনি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাজসিক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে রাজপুত্রকে। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল— ‘দ্য প্রিন্স ইজ ব্যাক!’
যে ক্লাব থেকে বিশ্বের কাছে নিজেকে পরিচিত করেছেন নেইমার, সেখোনে ফিরে এলেন ক্যারিয়ারের টালমাতাল সময়ে। তাকে বরণ করে নেওয়ার সময়ে স্টেডিয়ামে নিজের আবেগ সামলাতে পারেননি নেইমার। অশ্রুসিক্ত চোখে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন। ঘরে ফেরার আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।
৩২ বছর বয়সী নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি অবশ্য বেশিদিনের জন্য নয়। প্রাথমিকভাবে ৬ মাসের চুক্তি করেছে ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চেষ্টা করবেন নেইমারকে অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত রাখতে। সেজন্য যা করার, তারা করবেন।
ব্রাজিলের ক্লাবটিতে নেইমারের ফেরা নিয়ে ফুটবল দুনিয়ার আগ্রহের কমতি ছিল না। এর সঙ্গে কত বেতন পাবেন তিনি, তা নিয়েও আছে কৌতূহল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কত বেতন পেতে পারেন নেইমার।
৬ মাসের চুক্তিতে প্রতি মাসে নেইমারকে সান্তোস দেবে এক লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি দুই লাখ ৩০ হাজার ৪২০ টাকা (সর্বশেষ বাজার অনুযায়ী ডলারপ্রতি ১২১.৮৭ টাকা ধরে)।
বেতনের বাইরে নেইমারের মাধ্যমে ক্লাবের যা আয় হবে, সেখান থেকেও লভ্যাংশ দেওয়া হতে পারে তাকে।