সান্তোসে যেন স্বপ্নের মধ্যে আছেন নেইমার
গত কয়েক বছরের মধ্যে অন্যতম অপ্রত্যাশিত দলবদল দেখল ফুটবল দুনিয়া। অল্প কয়েকদিনের ভেতর আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল, তারপর সান্তোসের সঙ্গে চুক্তি এবং একই দিনে সবার সামনে আসা—নেইমার যেমন ঘোরের মধ্যে আছেন। তাকে নিয়ে সান্তোসের ভক্তদেরও উচ্ছ্বাসের কমতি নেই। ঘরের ছেলে ঘরে ফিরেছে বলে কথা। তাকে বরণে এতটুকু কার্পণ্য করেনি ক্লাব কর্তৃপক্ষ।
৩১ জানুয়ারি রাতে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে রাজসিক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে রাজপুত্রকে। নেইমারের ফেরা নিয়ে সান্তোসের স্লোগান ছিল— ‘দ্য প্রিন্স ইজ ব্যাক!’ সবার ভালোবাসায় সিক্ত নেইমারও দিয়েছেন ভালোবাসার জবাব। বৃষ্টিতে ভিজেই মাঠে ছিলেন। সান্তোসের লোগো খচিত কার্পেটে চুমু খেয়েছেন মাথা নামিয়ে। ভক্তরা যখন গ্যালারি থেকে তার নামে রব তুলছিল, চোখের জল আটকাতে পারেননি নেইমার।
সবকিছু নিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে নিজের অফিসিয়ার ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করেন নেইমার। ভিলা বেলমিরোর কিছু মূহুর্তের ছবি দিয়ে ৩২ বছর বয়সী এই তারকা লেখেন, ‘মনে হচ্ছে আমি একটি স্বপ্নে আছি। এই স্বপ্নেই বাঁচতে চাই। আমি চাই না, আমার ঘুম ভাঙুক। ’
নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি অবশ্য বেশিদিনের জন্য নয়। প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি করেছে ক্লাব। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা চেষ্টা করবেন নেইমারকে অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত রাখতে। সেজন্য যা করার, তারা করবেন।
ছয় মাসের চুক্তিতে প্রতি মাসে নেইমারকে সান্তোস দেবে এক লাখ ৬৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি দুই লাখ ৩০ হাজার ৪২০ টাকা (ডলারপ্রতি ১২১.৮৭ টাকা ধরে)। বেতনের বাইরে নেইমারের মাধ্যমে ক্লাবের যা আয় হবে, সেখান থেকেও লভ্যাংশ দেওয়া হতে পারে তাকে।