এলিমিনেটরে টস জিতে ব্যাটিংয়ে রংপুর, একাদশে চমক
লিগপর্বের জমজমাট লড়াই শেষে বিপিএলে শুরু হলো প্লে-অফ। যেখানে ফাইনালে জায়গা করে নিতে জোড়া সুযোগ পাবে টেবিলের শীর্ষ দুই দল। অন্যদিকে শিরোপার মঞ্চে পা রাখতে তিনে ও চারে থাকা দলকে করতে হবে জোড়া সংগ্রাম। এমন সমীকরণকে মাথায় নিয়ে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হয়েছে দুই দল রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। দুদলের জন্য এই ম্যাচটি বাঁচা-মরার।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ম্যাচে দুই দলের একাদশেই আছে চমক। বিশেষ করে রংপুর বাঁচা-মরার এই লড়াইয়ে একাদশে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ডেভিড ভিন্সদের মতো তারকারা। আর খুলনার দলে আছেন হেটমায়ার ও হোল্ডারের মতো ক্যারিবীয় ক্রিকেটাররা।
টেবিলের শীর্ষ দল বরিশালকে ২৪ রানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চিটাগং কিংস, নেট রান রেটে তারা পেছনে ফেলেছেন রংপুরকে। প্রথম কোয়ালিফায়ারে তারা আবার খেলবে বরিশালের বিপক্ষে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।
এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স-খুলনা টাইগার্সের মধ্যে জয়ী দল। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়। আর ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।