বাংলাদেশ আসছেন জেমস নিশাম, কাদের হয়ে খেলবেন?
প্রায় শেষের পথে বিপিএল। ফাইনালের আগে আর ম্যাচ আছে একটি। পুরো আসরে কয়েকজন ছাড়া তেমন নামকরা বিদেশি ক্রিকেটার আসেননি খেলতে। তবে, টুর্নামেন্টের শেষ দিকে এসেছেন কয়েকজন। প্লে-অফে বড় বড় কিছু তারকার খেলা দেখেছে দর্শকরা। সেই তালিকায় যোগ হতে পারে নতুন আরেকটি নাম।
নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার জেমস নিশাম আসছেন বাংলাদেশে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এতে শুরু হয়েছে গুঞ্জন।
নিশাম কোন দলের হয়ে খেলবেন কিংবা আদৌ খেলতে আসছেন কি না, সেটি জন্ম দিয়েছে কৌতূহলের। বিপিএলে টিকে আছে তিনটি দল। খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। খুলনা নিশ্চিত করেছে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে লড়ছে বরিশাল ও চিটাগং। যারা জিতবে তারা সরাসরি ফাইনালে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে খুলনার।
সেক্ষেত্রে, খেলার উদ্দেশে এলে নিশাম একটি কিংবা দুটি ম্যাচ পাচ্ছেন বিপিএলে। সেটি অবশ্য নির্ভর করছে তিনি কাদের পক্ষে খেলবেন, তার ওপর।