ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন বিসিবির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/bcb.jpg)
ইতিহাসের সেরা বিপিএল উপহার দেওয়ার আশ্বাস দিয়েও ব্যর্থ বিসিবি। ফিক্সিংসহ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ চাপে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমতবস্থায় ক্রিকেটের স্বচ্ছতা ও স্পিরিট সমুন্নত রাখার লক্ষ্যে অ্যান্টি করাপশন ইউনিটের কাজে সহায়তার জন্য স্বাধীন কমিটি গঠন করল বিসিবি।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) তিন সদস্যের কমিটির গঠনের খবর জানায় বিসিবি। ওই বিবৃতিতে বলা হয়, ‘বোর্ডকে ও বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে তদন্ত কাজে সহায়তা করবে এই কমিটি।’
আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে আহ্বায়ক করে গড়া কমিটির অন্য দুই সদস্য আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ২০১৩ সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি।
এবারের বিপিএলে খেলা দেশি ১০-১২ জন ক্রিকেটারকে নিয়ে সন্দেহ বিসিবির দুর্নীতি দমন বিভাগের। তাদের সন্দেহের তালিকায় আছেন কয়েকজন বিদেশি ক্রিকেটারও। বিশেষ করে ১২ বলের ওভার, লম্বা লম্বা ওয়াইড, হুট করে ধীর ব্যাটিং ইত্যাদি বিষয়ে এরই মধ্যে বেশ ক’জন দেশি-বিদেশি ক্রিকেটারকে আকসু জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলেও জানা গেছে।
এই ইস্যুতে এর আগে বিসিবি জানায়, ‘বিসিবি বিপিএল-সংক্রান্ত সম্ভাব্য দুর্নীতিবিরোধী উদ্বেগ সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদনে অবগত রয়েছে। বোর্ড পুনরায় নিশ্চিত করতে চায় যে, খেলার সততা ও আদর্শ রক্ষার প্রতি বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি আইসিসির দুর্নীতিবিরোধী বিধি কঠোরভাবে অনুসরণ করে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখে।’