ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে খুলনা-চিটাগং

ফাইনাল থেকে এক পা দুরত্বে দুদল। পুরো বিপিএলে নিজেদের উজাড় করে কোয়ালিফায়ার পর্যন্ত এসেছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) লড়াইটা ফাইনালে ওঠার। তার আগে পার হতে হবে কোয়ালিফায়ারের বাধা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে চিটাগং ও খুলনা।
ম্যাচের আগে দুদলের অবস্থা দুরকম। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে বড় ব্যবধানে হেরেছে চিটাগং। অন্যদিকে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে খুলনা। এই ম্যাচে জিতে ফাইনালে ফরচুন বরিশালের সঙ্গী হওয়ার প্রত্যাশা উভয় দলের।
শেষ ম্যাচে হারলেও গোটা টুর্নামেন্টের হিসেবে বেশ ভালো ফর্মে আছেন চিটাগংয়ের ক্রিকেটাররা। ব্যাটে রান পেয়েছে দলটির টপঅর্ডার। উসমান খান, গ্রাহাম ক্লার্কের মতো বিদেশিদের পাশাপাশি উজ্জ্বল শামীম হোসেন পাটোয়ারী-মোহাম্মদ মিঠুন-পারভেজ হোসেন ইমনরা। বোলাররাও জ্বলে ওঠেন সময়মতো।
চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘যা হয়েছে (বরিশালের বিপক্ষে হার) দুঃখজনক। আমরা ঠিকমতো পারফর্ম করতে পারিনি। এখন নজর সামনের দিকে। পুরো আসরে আমরা যেভাবে খেলে এসেছি, কোয়ালিফায়ারে সেভাবে খেললে মনে হয় ফাইনালে যাওয়া কঠিন হবে না।’
খুলনাও আছে ছন্দে। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে প্লে-অফে তুলে এনেছেন। ফেভারিট রংপুরকে হারিয়ে দল পৌঁছেছে ফাইনালের আরও কাছে। মিরাজের চোখও এখন শিরোপায়।
মিরাজ বলেন, ‘গ্রুপ পর্বের শেষ কয়েকটি ম্যাচ থেকেই আমাদের নকআউট শুরু হয়েছে। এখন প্রতিটি ম্যাচই ডু অর ডাই। দলের মধ্যে আত্মবিশ্বাস আছে। ধারাবাহিকতা ধরে রাখলে অবশ্যই আমরা ভালো করতে পারব।’