ইন্টার মায়ামির বড় জয়ে মেসি-সুয়ারেজের গোল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/miami_0.jpg)
গত বছরের শেষটা খুব একটা স্বস্তিদায়ক না হলেও চলতি বছরে শুরুটা ভালো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। প্রাক মৌসুমে জয়ের ছন্দ অব্যাহত দলটির। এবার অলিম্পিয়া কে বড় ব্যবধানে হারাল মেসিরা। প্রীতি ম্যাচে এটি মায়ামির টানা চতুর্থ জয়। এমন জয়ের ম্যাচে গোলের দেখা পেয়েছেন দলটির দুই বড় তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। মেসি–সুয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন। মেসি অ্যাসিস্ট করেছেন আরও দুটি।
কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপ শুরু হওয়ার আগে তারা আরও একটি ম্যাচ খেলবে অরল্যান্ডো সিটির বিপক্ষে। অরল্যান্ডো ম্যাচটি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোল আসে মেসির কাছ থেকে। এই গোলে অবশ্য অ্যাসিস্ট করেন সুয়ারেজ।
এরপর ৪৪তম মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে গোল করার মেসি। তাতেই ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ৫৪তম মিনিটে তার গোলে ফের এগিয়ে যায় দলটি।
কফিনে শেষ পেরেকটি ঠোকেন রায়ান সেইলর। ম্যাচের ৭৯তম মিনিটে তার গোলে ৫-০ ব্যবধানে লিড নেয় মায়ামি। পরবর্তীতে চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেনি দলটি। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।
এই ম্যাচ দিয়ে মায়ামি যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল। ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য আরও কয়েকটি ম্যাচ খেলবে তারা। গতবার মেজর লিগের শিরোপা জিততে না পারলেও এবার সেই ভুল করতে নারাজ দলটি।