শুক্রবার শুরু হচ্ছে দ্বিতীয় অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/embassy_cc-ntv.jpg)
শুরু হতে যাচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট কার্নিভাল-২০২৫ এর দ্বিতীয় আসর। ২০২৪ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল এই ক্রিকেট উৎসব। ১৬টি দেশের ২০টি দল নিয়ে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে দুদিনব্যাপী টুর্নামেন্ট। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে গেম প্লে। টুর্নামেন্টকে সামনে রেখে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে ড্র ও ট্রফি উন্মোচন।
দলগুলো মধ্যে আছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এতে অংশ নিচ্ছে— বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন, ব্রিটিশ হাইকমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতীয় হাইকমিশন, মালয়েশিয়ান হাইকমিশন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, পাকিস্তান হাইকমিশন, ইউএস অ্যাম্বাসি ঢাকা, ইউনাইটেড নেশন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনওপিএস, ইউএন উইমেন, ইউএনডব্লিউএফপি, আইওএম, ইউএনডিপি। এছাড়া, তিনটি নর্ডিক রাষ্ট্র—ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
শুক্রবার ও শনিবার দুদিন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চলবে টুর্নামেন্ট। ২৫ ম্যাচের টুর্নামেন্টে ১৮টি ম্যাচ হবে গ্রুপ পর্বে। এরপর ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো ৮ ওভারের এবং সেমি ও ফাইনাল হবে ১০ ওভারে।
টুর্নামেন্ট সম্পর্কে সহ-আয়োজক গেম প্লের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। অ্যাম্বাসি ফুটবল ও ক্রিকেট কার্নিভাল আমাদের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে। আমরা দূতাবাসগুলো মধ্যে ভীষণ আগ্রহ দেখেছি সম্মানজনক এই টুর্নামেন্টের অংশ হতে। একটি চমৎকার টুর্নামেন্টের অপেক্ষায় আছি আমরা।’