চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাস্তির মুখে তিন পাকিস্তানি ক্রিকেটার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/pcb-icc.jpg)
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একদিনের ক্রিকেটের সেরা ৮ দলের লড়াই। দীর্ঘ ২৯ বছর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। তবে, টুর্নামেন্ট শুরুর আগে শাস্তির মুখে পড়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার। মাঠে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন তারা। আইসিসি আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে শাস্তির বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে।
শাস্তি পাওয়া তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল, কামরান গুলাম—তিনজনই আছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। সিরিজের একটি ম্যাচে বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় স্বাগতিক পাকিস্তান। সেখানেই আচরণবিধি লঙ্ঘন করেন এই তিন ক্রিকেটার।
শাহিন আফ্রিদি ম্যাচের ২৮ তম ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথিউ ব্রিৎসকেকে রান নেওয়ার সময় বাধা দেন। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, শাহিন আফ্রিদি তাদের আইনের ধারা ২.১২ লঙ্ঘন করেছেন। ফলে, তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
শাকিল ও কামরান আচরণবিধি লঙ্ঘন করেন পরের ওভারে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রান আউট হলে আগ্রাসী উদযাপনে বাভুমার খুব কাছাকাছি চলে যান দুজন। এতে আইসিসির ধারা ২.৫ ভঙ্গ হয়েছে। শাকিল ও কামরান দুজনকেই ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তিনজনই শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।