চ্যাম্পিয়ন্স ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্বে মিরাজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/479658417_1171666097657869_5695923434005364524_n_1.jpg)
বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ২০১৬ সালের যুব বিশ্বকাপের সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় মিরাজ এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। দলের সেরা অলরাউন্ডার হিসেবে আছে বাড়তি দায়িত্ব। এবার যুক্ত হয়েছে নতুন দায়ভার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ ও মাঠের বাইরে তাই বাড়ছে এই তারকার দায়িত্ব।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার শান্তদের লক্ষ্য আরও বড়। বাংলাদেশ অধিনায়ক সরাসরি জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। সহ-অধিনায়ক মিরাজের কন্ঠেও ঝরেছে উদ্যম। তার মতে, সব ক্রিকেটারের জন্যই বড় টুর্নামেন্ট মানে বিশেষ কিছু। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্ট, বড় মঞ্চ। ভালো করার জন্য মুখিয়ে আছে পুরো দল। টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ।