সেমিতে এক পা ভারতের, বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে সেমির স্বপ্ন প্রায় শেষ রিজওয়ানদের। গ্রুপ ‘এ’ থেকে সেমিতে এক পা দিয়ে রেখেছে কোহলিরা। বাকি একটি স্থানের জন্য লড়াইয়ে তিন দল। এমন পরিস্থিতিতে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখতে বাংলাদেশের দিকে তাকিয়ে স্বাগতিকরা।
সেমির সম্ভাবনা প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, খতম হয়ে গেছে (পাকিস্তানের সম্ভাবনা)। এটিই সত্যি। এখন সামনের ম্যাচে বাংলাদেশ কী করবে নিউ জিল্যান্ডের সঙ্গে, দেখব আমরা। এরপর ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারি… সব মিলিয়ে লম্বা ভ্রমণ।’
রিজওয়ান আরও যোগ করেন, ‘এখন ভরসা আল্লাহর ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। অধিনায়ক হিসেবে সত্যি বলতে, এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকা। এসবের কোনো মূল্য নেই আমার কাছে। ছিটকে গেলে তো গেলামই।”
টানা দুই ম্যাচে পরাজয় প্রসঙ্গে রিজওয়ানের ভাষ্য, ‘হ্যাঁ, তারা আমাদেরকে হারিয়েছে। নিউজিল্যান্ড হারিয়েছে, ভারত হারিয়েছে। মেনে নিচ্ছি সব। ওরা ভালো খেলেছ, আমরা বাজে খেলেছি। এখন অন্য কারও ওপর ভরসা করে থাকতে পারি না। আল্লাহ যদি সুযোগ করে দেয় আবার, তখন দেখব। আমাদের কিছু বলার নেই।”
সমীকরণ অনুযায়ী আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেই কপাল পুড়বে পাকিস্তানেরও। কেননা তখন নিউজিল্যান্ড ও ভারতের পয়েন্ট সমান হবে। দুইদলের শেষ লড়াইটি হবে নিয়মরক্ষার। তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই শান্তদের।