মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি রিয়ালের

লা লিগায় হারের দুঃস্মৃতি নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বি আতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। দুইবারের দেখায় তাদের হারাতে না পারলেও চ্যাম্পিয়নস লিগে ঠিকই নিজেদের আধিপত্য ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
রক্ষণাত্মক ফুটবলে রিয়ালকে আটকাতে ব্যর্থ আতলেটিকো। স্বস্তির জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ সুগম করার পাশাপাশি মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি কার্লো আনচেলত্তি শিষ্যদের।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। রিয়ালের হয়ে গোল করেন রদ্রিগো ও দিয়াজ। আতলেটিকোর হয়ে স্কোরশিটে নাম তোলেন হুলিয়ান আলভারেজ।
ম্যাচের চতুর্থ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দের বাড়ানো পাস থেকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরপাল্লার শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগে এটি তার ২৫তম গোল।
অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৩২তম মিনিটে আর্জেন্টইন তারকা হুলিয়ান আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেটিকো। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।
যার ফলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল। অবশ্য বিরতির পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ওঠে। ফের এগিয়ে যেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ৫৫তম মিনিটে দিয়াজের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। বাকি সময়ে আরও বেশকিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি। পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
রাতের অন্য ম্যাচে, পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।