ব্রাজিল লড়াইয়ের আগে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়ছেন যারা

২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তাপ ছড়াতে শুরু করেছে। চোটের মিছিলে দুই লাতিন আমেরিকান জায়ান্টেরই ভঙ্গুর অবস্থা। যেখানে আর্জেন্টিনার চেয়ে পরিস্থিতি বেশি জটিল ব্রাজিলের।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ কয়েকজন এরই মধ্যে ছিটকে গেছেন। যে তালিকায় আছেন দলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। অন্যদিকে আর্জেন্টিনা থেকে ছিটকে গেছেন বেশকজন। যেখানে আছেন অন্যতম দুই তারকা হলেন জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, এবং ক্লদিও এচেভেরি।
গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলা ফ্রান্সিসকো ওর্তেগা আর্জেন্টিনার ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে এসেছিলেন চমক হয়ে। তবে চূড়ান্ত তালিকায় জায়গা ধরে রাখতে পারেননি। ‘নতুন মেসি’ হিসেবে পরিচিত ক্লদিও এচেভেরি সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেও আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি।
আর্জেন্টিনার খ্যাতনামা গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুলের প্রতিবেদন অনুযায়ী, তবে নতুন মুখ হিসেবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন সান্তিয়াগো ক্যাস্ট্রো। আর্জেন্টিনা কোচ স্কালোনির নেতৃত্বে দলটি শক্তিশালীভাবে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত হচ্ছে।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। ২১ মার্চ সকাল ৬টা ৪৫ মিনিটে দুই দল মুখোমুখি হবে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে। সেই ম্যাচে ব্রাজিলের ১০ ফুটবলার হলুদ কার্ডের খড়্গ নিয়ে খেলতে নামবেন।