হামজা বাংলাদেশে আসছেন সোমবার

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পাওয়ার পর থেকে দিনটির আশায় ফুটবলপ্রেমীরা। আগামীকাল সোমবার (১৭ মার্চ) বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন তিনি। সঙ্গে থাকবে পরিবারের অন্যান্য সদস্যরা।
সরাসরি ঢাকায় নয়, হামজা প্রথমে যাবেন গ্রামের বাড়িতে। সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে হামজার বাবার বাড়ি। সিলেট বিমানবন্দর থেকে সেখানেই যাবেন বাংলাদেশ ফুটবলের নতুন এই তারকা। তার আগমন ঘিরে হবিগঞ্জে এখন সাজ সাজ রব।
বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই ফুটবলারের সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার। কিন্তু, তিনি বেছে নিয়েছেন মাতৃভূমি বাংলাদেশকে।
হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশের ফুটবলের সুন্দর আগামীর স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে হামজার আগমন। তার অভিজ্ঞতা ও বাংলাদেশের প্রতি ভালোবাসা যোগ করবে নতুন মাত্রা, এমনটিই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।