অস্ট্রেলিয়ায় টিকবে না ইংল্যান্ডের বাজবল কৌশল : ওয়ার্নার

গত কয়েক বছরে বাজবল কৌশলে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে ফলও বের করে এনেছে ক্রিকেটের জনকরা। তবে, বাজবল তত্ত্ব অস্ট্রেলিয়ার মাটিতে কাজে দেবে না বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এমন প্রতিবেদনই প্রকাশ করেছে স্কাই স্পোর্টস।
ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদার দ্বিপাক্ষিক লড়াই অ্যাশেজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আভিজাত্যের এই সিরিজের এবারের সংস্করণ শুরু হবে চলতি বছর নভেম্বরে। অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এখনও বাকি প্রায় ৮ মাস। এর মধ্যেই ওয়ার্নার জানালেন, বাজবল এবার কোনো কাজে দেবে না।
ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অ্যাশেজে ইংল্যান্ডের বাজবল কৌশল ঝুঁকিপূর্ণ হবে। আগ্রাসী ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়া যাবে না। কারণ, অস্ট্রেলিয়া দলে বিশ্বমানের বোলার আছে।’
২০২১-২০২২ মৌসুমে ১৭ টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর ২০২২ সালের মেতে ইংল্যান্ডের কোচ ও অধিনায়কের পদে রদবদল হয়। কোচ হিসেবে নিউজিল্যান্ড কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেন। অধিনায়কত্ব পান বেন স্টোকস।
স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের খেলার ধরণই পাল্টে দেন ম্যাককালাম। আগ্রাসী ক্রিকেটে প্রতিপক্ষকে লড়াই করার সুযোগ না দিয়ে একের পর এক সাফল্য তুলে নেয় থ্রি লায়ন্সরা। এমন কৌশলকে ম্যাককালাম নাম দেন বাজবল।