ভারতের সঙ্গে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জনতার ভীড়। অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। হামজা দেওয়ান চৌধুরী পা রেখেছেন বাংলাদেশের মাটিতে। বিমানবন্দরের ভেতরের আনুষ্ঠানিকতা সেরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আসবেন তিনি। এলেনও। কথা অবশ্য বলেছেন সামান্য। তাতেই জানালেন, আসল লক্ষ্যের কথা।
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর ডিসেম্বরে হামজাকে ছাড়পত্র দেয় ফিফা। ইংল্যান্ডের নাগরিক হামজা পান বাংলাদেশের নাগরিকত্ব। পাওয়া হয় লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামার অনুমতিপত্র। এরপর থেকে সবার অপেক্ষা, কবে তিনি আসবেন।
আরও পড়ুন : বাড়িতে কী কী আয়োজন থাকছে, জানালেন হামজার বাবা
আগামী ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাচটি দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক ঘটবে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের।
আরও পড়ুন : হামজাকে বরণ করে নিতে অপেক্ষায় ভক্তরা
এর আগে আজ সোমবার (১৭ মার্চ) সিলেটে আসেন হামজা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা ও তার পরিবারের সদস্যরা। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করার পাশাপাশি ভারত ম্যাচে লক্ষ্যের কথাও জানান। এই সময় তার কন্ঠে ছিল আত্মবিশ্বাস।
আরও পড়ুন : বাংলাদেশে পা রাখলেন ফুটবলার হামজা চৌধুরী
হামজা বলেন, ‘বাংলাদেশে আসার অনুভূতি অসাধারণ। এটি সত্যিই অনন্য। আমার অনেক ভালো লাগছে। ভারতের বিপক্ষে ম্যাচে ইন শা আল্লাহ আমরা জিতব।’
২৭ বছর বয়সী হামজা সিলেট বিমানবন্দর থেকে সরাসরি যাবেন তার বাবার বাড়ি হবিগঞ্জে। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে আজ পরিবারের সঙ্গে থাকবেন তিনি। বিকেলে তাকে সংবর্ধনা দেবেন স্থানীয়রা।