‘শেকড়ের টানে এসেছেন হামজা’

লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে খেলতে দেখার যে স্বপ্ন ভক্তদের, তা এখন পূরণের অপেক্ষা। ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে এই প্রবাসী ফুটবলারের। শেকড়ের টানেই বাংলাদেশে এসেছেন হামজা—এমনটাই জানিয়েছেন তার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা ও তার পরিবারের সদস্যরা। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজার বাবা। বাংলাদেশের জার্সিতে হামজার খেলা প্রসঙ্গে বাবা বলেন, ‘শেকড় যাতে ভুল না যায় সে কারণেই তাকে আমি তাকে এখানে নিয়ে এসেছি। আমি তাকে জোর করিনি। সে নিজের ইচ্ছাতে এসেছে।’
হামজার বাবা আরও যোগ করেন, ‘ঐতিহাসিক এই দিনে বাকি সবার মতো আবেগে ভেসেছেন হামজার বাবাও, ‘আজকের দিনটা আমার জন্য আবেগের, আনন্দের। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। ছেলে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলবে, একজন বাবা হিসেবে এর চেয়ে বড় গর্বের কিছু নেই।’
এর আগে, প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া হামজা যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন দুপুর পৌনে ১২টার দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা।