‘সবাইরে ভালোবাসি’—ভক্তদের উদ্দেশে হামজা

হামজা দেওয়ান চৌধুরী—বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম। ইংল্যান্ড জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ এক পাশে রেখে হামজা বেছে নিয়েছেন বাংলাদেশকে। তাকে সাদরে গ্রহণ করেছে এ দেশের ফুটবলপ্রেমীরাও। আজ সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে আসেন তিনি। দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই।
হামজা সবার আগে গিয়েছেন সিলেটে। নিজের পূর্বপুরুষের ভিটা থেকে শুরু করতে চান নবযাত্রা। সকালে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হলেও কথা বলতে পারেননি তেমন। তবে, চাহিদা মিটিয়েছেন সন্ধ্যায়। সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে নিজ বাড়িতে ফের বসেন সাংবাদিকদের সঙ্গে।
সেখানে হামজার সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা। হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। জবাব দেন ভক্তদের ভালোবাসারও। এই সময় তিনি ভাঙা বাংলায় নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। ভক্তদের উদ্দেশে হামজা বলেন— ‘সবাইরে ভালোবাসি।’
এছাড়া, বাংলাদেশে এমন উন্মাদনা ও আগ্রহ দেখে অভিভূত হয়েছেন হামজা। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে। আমি এই অনুভূতি প্রকাশ করতে পারব না। এত ভালোবাসা পেয়েছি, এটা নতুন অভিজ্ঞতা। আমার স্ত্রীও অনেক খুশি।’
বাংলাদেশে এলে এমন উন্মাদনা দেখতে পাবেন, সেটি আগেই জেনেছেন বাবার কাছ থেকে। বাড়িতে এত মানুষ দেখে অবাক না হয়ে তাই হাসতে হাসতে হামজা বলেন— ‘জি জি জি, আমি বাবার সঙ্গে কথা বলেছি।’