ফাহমিদুলকে দলে ফেরানোর দাবিতে ভক্তদের বিক্ষোভ

ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার, ফিরে গেছেন ইতালিতে।
ক্যাবরেরার এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন দল গঠনে কোচের ভূমিকা নিয়ে। অনেকে আবার সন্দেহ করছেন জাতীয় দলে সিন্ডিকেটের উপস্থিতি রয়েছে কিনা। আকস্মিকভাবে ফাহমিদুলের এমন বাদ পড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সমর্থকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ও বাফুফে ভবনের সামনে ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ফুটবল প্রেমীরা। এ সময় তাকে দ্রুত দলের ফেরানোর দাবি জানান সমর্থকরা।
ফাহমিদুল ছিলেন কাবরেরার আবিস্কার। তার চাওয়াতেই ১৮ বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে সৌদি ক্যাম্পে রাখা হয়েছিল। দেশে ফিরে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’
হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে। ২০ মার্চ ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।
একজন বিদেশি লিগের অভিজ্ঞতা নিয়ে দলে এসেছেন, অন্যজন জায়গা না পেয়ে ফিরে গেছেন-বাংলাদেশের ফুটবলের এই বাস্তবতা আবারও সামনে চলে এলো। এখন প্রশ্ন, ভবিষ্যতে ফাহমিদুল কি আবারও জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন? নাকি তিনি হারিয়ে যাবেন আড়ালে?