বোলিং পরীক্ষায় পাস, সাকিবকে নিয়ে বড় সুখবর

কাউন্টি খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিংয়ের শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর দুবার পরীক্ষা দিয়ে দুটোই ব্যর্থ হয়েছিলেন তিনি। অবশেষে বাংলাদেশি তারকাকে নিয়ে এলো সুখবর। তৃতীয়বারের পরীক্ষায় পাস করেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। ফলে, এখন থেকে বোলিং করতে আর বাধা রইল না সাকিব আল হাসানের।
গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছেন। যেখানে পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন সাকিব। যার সবগুলোই বৈধ। ফলে লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্টের পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে সাকিবের।
এর আগে প্রশ্ন ওঠার প্রথম পরীক্ষা একই বিশ্ববিদ্যালয়ের অধীনে দেন সাকিব। সেবার ব্যর্থ হন। এরপর চেন্নাইতে গিয়ে ফের পরীক্ষা দেন। সেখানেই অকৃতকার্য হন। এবারের তৃতীয় বারের পরীক্ষায় পাস সাকিব। এখন থেকে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই ফের বোলিং করতে পারবেন বাংলাদেশি তারকা।
তৃতীয়বারের পরীক্ষার জন্য ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। সেখানেই হোটেলে থেকে দুই সপ্তাহ ওভালে অনুশীলন করেন তিনি। অনুশীলনে সাকিবকে সবরকমের সাহায্য করেছে সারে। যাদের হয়ে কাউন্টিতে গতবার খেলেছেন সাকিব। শোনা যাচ্ছে, এবারও সাকিবকে পেতে চাচ্ছে কাউন্টির দলটি।