হামজাকে জয় উপহার দিতে চান সতীর্থরা

হামজা চৌধুরী আসার পর নিমিষে বদলে গেল দেশের ফুটবল। সব আলোচনার মধ্যমণি হয়ে ওঠেন হামজা, সবার নজরে নতুন করে আসে বাংলাদেশের ফুটবল। বাংলাদেশে পা রাখার পর গত তিনদিন ব্যস্ত সময় পার করেছেন হামজা। দলের সঙ্গে অনুশীলন করতে পেরেছেন কেবল এক বেলা।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ভারতে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজাকে নিয়ে কথা বলেন সতীর্থরা।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘হামজা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। মনে হচ্ছে, সে আমাদের সঙ্গে অনেকদিন ধরে খেলছে। তার সঙ্গে আমরাও যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব, টিমের জন্য ভালো হবে। হামজাকে আমরা ভারতের বিপক্ষে জয় উপহার দিতে চাই।’
জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের সঙ্গে হামজা আসাতে পরিবেশটাই বদলে গেছে। এটি আমাদের বাড়তি উন্মাদনা দিচ্ছে। আমার মনে হয় ভারতের বিপক্ষে আমরা ভালো একটা ফল এনে দিতে পারব।’
এছাড়া, ডিফেন্ডার তপু বর্মনের মুখেও শোনা গেল জয়ের ব্যাপারে আশাবাদ। হামজার আগমন তো আছেই, পাশাপাশি এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ অনেকদিন ধরেই নিজেদের প্রস্তুত করছে। খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা তৈরি হয়েছে বলে জানান তপু।