১১ বছর পর কোয়াবের সভাপতিত্ব হারালেন দুর্জয়

দীর্ঘ ১১ বছর ধরে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন নাইমুর রহমান দুর্জয়। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ধরেই আড়ালে কোয়াব সভাপতি দুর্জয়। গত আট মাস ধরে সভাপতি আড়ালে তবুও কেন নতুন করে কেউ দায়িত্ব নিচ্ছে না কেন—এসব নিয়ে আলোচনা হয়েছে বেশ। অবশেষে আলোচনার মধ্যেই নতুন করে গঠন করা হলো ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করা সংস্থা কোয়াব।
আজ রোববার (২৩ মার্চ) মিরপুর শেরেবাংলায় আলোচনায় বসেন কোয়াবের সদস্যরা। সেখানে আলোচনার পর পুরোনো কমিটি স্থগিত করা হয়। আলোচনা শেষে সংবাদমাধ্যমকে খবরটি জানান সাবেক ক্রিকেটার আকরাম খান।
নতুন কমিটিতে সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদের নেতৃত্বের দায়িত্ব দিয়ে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে। মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এ ছাড়া আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়কেরা আছেন নতুন কমিটিতে।
এদিকে কমিটি গঠন করার আকরাম খান বলেন, ‘আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। ক্রিকেটারদের নিয়ে বসেছিলাম যেন কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।’
আকরাম খান আরও বলেন, ‘নতুন কমিটিতে আমরা হেড করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি এবং দেবব্রত পাল আছে। এ ছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে কীভাবে কী করবে।’