হঠাৎ হাসপাতালে তামিম, স্থগিত বিসিবির সভা

সাভারে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠ মোহামেডানের জার্সিতে আজ সোমবার (২৪ মার্চ) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম ইকবাল। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যথা বাড়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে।
বিকেএসপি থেকে সাভারের ফজিলাতুন্নেচ্ছা হাসপাতালে নেওয়া হয় তামিমকে। দেশসেরা ওপেনারকে অবশ্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে, হেলিকপ্টারে ওঠানোর মতো শারীরিক অবস্থা না থাকায় ফজিলাতুন্নেচ্ছা হাসপাতালে নেওয়া হয় তাকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের টিম ম্যানেজার। ফজিলাতুন্নেচ্ছা হাসপাতালে চিকিৎসার পর সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, তামিমের অসুস্থতার খবরে বাতিল করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা। আজ মিরপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর ১২টায় সেই সভা বসার পূর্ব ঘোষণা দেওয়া হলেও, তামিমের অসুস্থতার কারণে বিসিবি জানিয়েছে, আজ সভা হবে না। অসুস্থ তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবির পরিচালক ও বিভিন্ন কর্মকর্তারা।
তামিমের বুকে ব্যথা কতটা শঙ্কাজনক, তা জানা যাবে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর।