রোহিতের অনন্য কীর্তি, যেখানে নেই আর কেউ

গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ম্যাচটিতে মুম্বাইকে ৩৬ রানে হারিয়েছে গুজরাট। সাধারণ ম্যাচের সাধারণ তথ্য। কিন্তু, শনিবারের (২৯ মার্চ) ম্যাচটি আর দশজনের জন্য সাধারণ হলেও রোহিত শর্মার জন্য বিশেষ। ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে রোহিতের ৪৫০তম। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়েছেন আগেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪১২ ম্যাচ খেলা দিনেশ কার্তিক আছেন অনেক পেছনে। শীর্ষে থাকা রোহিত ছাড়িয়ে গেলেন নিজেকেই। প্রথম ভারতীয় হিসেবে ৪৫০ টি-টোয়েন্টি খেলা সহজ কথা নয়।
২০০৭ সালে মুম্বাইয়ের রাজ্য দলের হয়ে বারোদার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক রোহিতের। এরপর পিছু ফিরতে হয়নি। ১৮ বছরের দীর্ঘ পথচলায় রোহিত জিতেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত ছিলেন দলের একজন সদস্য। সর্বশেষ ২০২৪ সালে শিরোপা তুলে ধরেছেন অধিনায়ক হিসেবে। এরপরই অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন রোহিত।
৪৫০ ম্যাচ খেলার পথে রোহিতের ঝুলিতে আছে বিশেষ আরেকটি অর্জন। ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন তিনি। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের রমরমা যুগে রোহিত নিজেকে গড়ে তুলেছেন মারকাটারি ব্যাটার হিসেবে। হিটম্যান তকমা পাওয়া ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে দলকে এনে দেন দুরন্ত সূচনা। সেটি ভারতের জার্সিতে হোক কিংবা মুম্বাইয়ের, ব্যতিক্রম হয় না।