তামিম কেন বিদেশে যাবেন?

গত দেড় বছরে তামিম ইকবালকে নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু, তার অসুস্থতার খবরে সবাই প্রার্থনা করেছে সুস্থ হয়ে ওঠার জন্য। হার্ট অ্যাটাক করে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হওয়া তামিম ফিরেছেন। স্রষ্টার কৃপা ও ডাক্তারদের প্রচেষ্টায় দ্রুতই শারীরিকভাবে উন্নতির দিকে তিনি। তবু কেন বিদেশে যাবেন তামিম?
সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে আনার পর তামিমের পরিবার সিদ্ধান্ত নেয় তাকে দেশের বাইরে নেওয়া হবে। পরিবারের সদস্যরা অবশ্য বাংলাদেশের চিকিৎসায় সন্তুষ্ট। ডাক্তাররাও বলেছেন, তামিমকে সেরা চিকিৎসাই দেওয়া হয়েছে।
মূলত, মানসিক প্রশান্তির জন্য সিঙ্গাপুর যেতে পারেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছিলেন, বিদেশে নেওয়া হবে যেন কোনো দুশ্চিন্তা না থাকে সেজন্য। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিন্তামুক্ত হতে চাচ্ছে পরিবার।
বিভিন্ন সূত্রে জানা যায়, আজ সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তামিমের। তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অবশ্য এনটিভি অনলাইনকে জানিয়েছেন, সোমবারই সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়।
নাফিস ইকবাল বলেন, ‘তামিম সিঙ্গাপুর যাবে। তবে, সোমবার কি না, সেটি নির্ভর করছে ভিসা ও ডকুমেন্টসের ওপর। এখনও কিছু প্রসেস বাকি আছে। সব ঠিক হলে তখন বাইরে যাবে।’