চ্যাম্পিয়ন্স লিগ
বড় ম্যাচে মুখোমুখি বার্সা-ডর্টমুন্ড

বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড—নিজ নিজ দেশের ঘরোয়া ফুটবলে দাপট আছে দুদলেরই। চলতি মৌসুমে অবশ্য চিত্রটা ভিন্ন। স্প্যানিশ লা লিগায় টেবিল টপার বার্সা। ডর্টমুন্ড আছে জার্মান বুন্দেসলিগার আট নম্বরে। দুই দেশের দল দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হতে চলেছে।
আজ বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মাঠে নামবে দুই শক্তিমান দল। বার্সার মাঠ অলিম্পিক লুইস কোম্পানিজে আতিথ্য নেবে ডর্টমুন্ড। সাম্প্রতিক ছন্দ কিংবা পরিসংখ্যানে জয়ের পাল্লা ভারী স্প্যানিশ জায়ান্টদের পক্ষে।
পরিসংখ্যান থেকে প্রেরণা নিতে পারে বার্সা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ডর্টমুন্ডের সঙ্গে ৫ দেখাতেই অপরাজিত তারা। জিতেছে ৩ ম্যাচ, ড্র ২টি। ডর্টমুন্ড চাইবে এই লজ্জা কাটাতে। এর আগে রিয়াল মাদ্রিদের কাছে টানা ৬ ম্যাচ না জেতার লজ্জা আছে ইয়েলো আর্মিদের।
প্রেরণা পাওয়ার মতো যে কিছুই নেই ডর্টমুন্ডের, ব্যাপারটি তেমন নয়। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ ৮ নকআউট ম্যাচে তারা জিতেছে ৫টি, ড্র ২টি। হেরেছে মাত্র এক ম্যাচেই। সেটি অবশ্য গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে। যাতে হারিয়েছিল শিরোপা। আরও একবার ফাইনালের পথে এগিয়ে যেতে শেষ আটে পার হতে হবে বার্সার বাধা।
একই দিন কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।