মার্তিনেজের বাধা টপকে ঘরের মাঠে পিএসজির মূল্যবান জয়

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল বুধবার (৯ এপ্রিল) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে এই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল ফরাসি ক্লাবটি। তবে পিএসজি কোচ লুইস এনরিক মনে করছেন, গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব ছিল।
এদিন পিএসজির আক্রমণভাগের সামনে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একাধিকবার চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তাকে তিনবার পরাস্ত হতে হয়। পিএসজির জয়ের রাতে নজর কেড়েছেন ‘নতুন ম্যারাডোনা’ খ্যাত খিচা কাভারাস্কেইয়া। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা এই উইঙ্গার একটি অসাধারণ গোলও করেছেন। দলের অন্য দুটি গোল এসেছে দেসিরে দোয়ে ও নুনো মেন্ডেসের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই অ্যাস্টন ভিলার রক্ষণে চাপ সৃষ্টি করে পিএসজি। প্রথম ২৫ মিনিটের পরিসংখ্যানে দেখা যায়, পিএসজির দখলে ছিল ৭৮ শতাংশ বল, যেখানে ভিলার খেলোয়াড়রা মাত্র ২২ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছিলেন। এই সময়ে পিএসজি ৭টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে অ্যাস্টন ভিলা কোনো শটই নিতে পারেনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে শুরুতেই পিছিয়ে পড়তে পারত ক্লাবটি।

তবে খেলার ধারার বিপরীতে ৩৫ মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন মরগান রজার্স। কিন্তু পিএসজি খুব দ্রুতই সমতায় ফেরে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দেসিরে দোয়ে। প্রথমার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও পিএসজি আর গোল করতে পারেনি।
বিরতির পর আক্রমণের ধার বজায় রাখে পিএসজি এবং খুব দ্রুতই লিড নেয়। দারুণ দক্ষতায় অ্যাস্টন ভিলার রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে অসাধারণ এক শটে গোল করেন কাভারাস্কেইয়া। এরপর পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ম্যাচের অতিরিক্ত সময়ে নুনো মেন্ডেসের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে।
আগামী ১৫ এপ্রিল অ্যাস্টন ভিলার মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। ঘরের মাঠে পাওয়া এই জয়ে পিএসজি এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছেন।