অলিম্পিক ক্রিকেটে অংশ নিতে পারবে ছয় দল

অলিম্পিক গেমসকে বলা হয় ’গ্রেটেস্ট শো অন আর্থ।’ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। প্রতি চার বছর পরপর অ্যাথলেটরা শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বের সামনে নিজেদের মেলে ধরেন। ক্রীড়া মহাযজ্ঞে আমাদের নাম না জানা অনেক খেলা থাকলেও পরিচিত ক্রিকেট ছিল না এতদিন। তবে, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে থাকছে ক্রিকেট।
এবার অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছে, কয়টি দল খেলতে পারবে এলএ-তে অনুষ্ঠেয় আসরে। পুরুষ ও নারী দুই বিভাগে ৬টি দল অংশ নিতে পারবে ২০২৮ অলিম্পিকের ক্রিকেট ইভেন্টে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বরাতে খবরের সত্যতা নিশ্চিত করেছে ক্রিকেচের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বিবৃতিতে আইসিসি জানায়, আইওসি ৬ দলকে খেলার অনুমতি দিয়েছে। পুরুষ ও নারী দলে মোট ৯০ জন ক্রিকেটার থাকতে পারবে। প্রতি দলের স্কোয়াড হবে ১৫ জনের। এটাই চূড়ান্ত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
যদিও, কীভাবে কোন ৬ দল খেলবে ক্রিকেট সেই বিষয়ে আইওসি বা আইসিসি কিছু জানায়নি। নিশ্চিত হয়নি ভেন্যুও। ফরম্যাট অবশ্য এখন পর্যন্ত অনেকটাই নিশ্চিত। খেলা হেবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
প্রথম ও শেষবারের মতো ১৯০০ সালের অলিম্পিকে ইভেন্ট হিসেবে ছিল ক্রিকেট। সেবার কেবল দুটি দল অংশ নিয়েছিল— গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এরপর থেকে আর ক্রিকেটকে ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করেনি অলিম্পিক। অবশেষে ১২৮ বছর পর খেলাটি ফিরছে গ্রেটেস্ট শো অন আর্থে।