ঋতুপর্ণার বর্ষবরণ

নতুন সকাল, নতুন দিন। পুরোনো হতাশা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বাংলাদেশের মানুষের কাছে নববর্ষের আবেদনই অন্যরকম। মনের গহীনে খেলে যায় উচ্ছ্বাসের হাওয়া, হৃদয়ে লাগে আনন্দের রঙ। দেশের বাইরে থাকলেও সেই আনন্দে শামিল হতে ভুল করেননি ঋতুপর্ণা চাকমা।
বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা এখন ভুটানে। দেশটির ঘরোয়া লিগে অংশ নিতে অন্যান্য ফুটবলারদের সঙ্গে ভুটানে গিয়েছেন তিনি। সেখান থেকেই জানালেন বাংলা নতুন বছরের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (১৪ এপ্রিল) একটি ছবি পোস্ট করেন এই তারকা।
প্রকৃতির সান্নিধ্যে নিজেকে মেলে ধরেন ঋতুপর্ণা। ছবি দুটোতে দেখা যায় বাংলাদেশ দলের নতুন লাল জার্সি পরে দাঁড়িয়ে আছেন পানিতে। পেছনে সাদা পাথর, নীল আকাশ, পাহাড়, গাছ আর ঝলমলে রোদ ছুঁয়েছে তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ। ভালোবাসি বাংলাদেশ।’
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’—প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। আজ সকাল থেকে সবখানে উৎসবমুখর পরিবেশ। সকাল ৯টায় শুরু হয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা। নানা আয়োজনে দিনব্যাপী পালিত হবে বর্ষবরণ।